ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ঝড়ে গাছ পড়ে রাজশাহীতে ৩ জনের প্রাণহানি 

প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ২৩:৩৬

ঝড়ে গাছ উপড়ে পড়ে রাজশাহীর বাঘায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা উপজেলার রাজার মোড় এলাকায় মঙ্গলবার (৪ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. জালাল উদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫) ও মো. সেন্টু (৩০)। তাদের সবার বাড়ি বাঘা উপজেলার পাঁচপাড়া গ্রামে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাঘা উপজেলায় আজ রাতে ঝড় হয়। এতে রাজার মোড় এলাকায় একটি পুরোনো বড় গাছ উপড়ে পড়ে। এতে তিনজনের মৃত্যু হয়। এখনো কয়েকজন গাছের নিচে চাপা পড়ে আছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে এখন ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছেন। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ