বজ্রপাতে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
এনায়েতপুর থানার বেতিল চর ও শাহজাদপুর উপজেলার চর পোরজনা এলাকায় মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—এনায়েতপুর থানার খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪) ও বেতিল চরের আবু তারার ছেলে আল-আমিন (২৮), শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সালাম (৩৭)। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এনায়েতপুর থানার বেতিল স্পার বাঁধ এলাকায় বেতিল চরে ক্রিকেট খেলছিলেন কয়েকজন যুবক। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে চারজন আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফ হোসেন ও আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
অপরদিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, সন্ধ্যার আগে আব্দুস সালাম জমিতে ধান কেটে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আব্দুস সালামের মৃত্যু হয়।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ