হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনুষ্ঠিত হয়েছে লাঠি খেলা। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ভিড় জমায় হাজারো দর্শক।
মঙ্গলবার (৪ জুন) উপজেলা শহরের পশ্চিম পাড়া এলাকায় জাবেদ মোল্লার আয়োজনে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন। এসময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস, মো. মাসুদ মোল্লা প্রমুখ ছিলেন। লাঠি খেলায় উপজেলার বিভিন্ন স্থানের ৪ টি দল অংশ নেয়।
ঢাক-ঢোলের বাজনা আর গানের সুরের তালে তালে চলে লাঠিয়ালদের লাঠির কসরত। খেলায় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করে পাল্টা আঘাত করতে মরিয়া হয়ে ওঠেন লাঠিয়ালরা। এ আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বয়ে যায় পুরো এলাকায়। এমন আয়োজন যেন প্রতি বছর হয় তার দাবি জানিয়েছে দর্শকরা।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ