ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

কাউখালী উপজেলা পরিষদে ত্রাণের জন্য ভিড়

প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ২১:৩৩

পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাওয়ার আশায় প্রতিদিন ভিড় করছে উপজেলা পরিষদ চত্বরে।

মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদে সামনে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাওয়ার আশায় ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা করছে।

উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের দিনমজুর শ্যামল বড়াল (৪৭) ও রাশিদা বেগম (৩২) বলেন, ‘সকাল থেকে উপজেলা পরিষদের সামনে অপেক্ষা করছি যদি কিছু সাহায্য পাওয়া যায়।’

তারা আক্ষেপ করে বলেন, ‘বন্যায় আমাদের ঘরবাড়ি, গাছপালাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন বাঁচার জন্য কিছু সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য উপজেলা পরিষদের সামনে আসছি।’

সদর ইউনিয়নের বাসুরি গ্রামের বৃদ্ধা মনোয়ারা বেগম (৬৫) ও একই ইউনিয়নের বদরপুর গ্রামের সরোয়ার হোসেন (৬৩) বলেন, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু পাওয়ার আশায় এখানে এসেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তারা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের উপর আস্থা পান না। প্রতিনিধিরা তাদের পছন্দের কিংবা আত্মীয়-স্বজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তাই আমাদের আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে সঠিকভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।’

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আশা করি পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সহযোগিতা পাবে। আমরা এর মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, আলু, তেল, শুকনো খাবারসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।‘

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ