ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ঝিনাইদহে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ২১:০১

ঝিনাইদহের মহেশপুরে বাসের ধাক্কায় মোশাররফ খান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কাটাখালি ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ খান কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের হেলাল উদ্দিন খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর থেকে কালীগঞ্জ ফিরছিলেন একটি কীটনাশক কোম্পানির বিক্রয়কর্মী মোশাররফ খান। পথে কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুর উপজেলার কাটাখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

এ ঘটনায় রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয় মোশাররফ খান। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ