ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ভাঙ্গায় রেলে কাটা পড়ে প্রাণ গেল যুবকের 

প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ১২:৪৯

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রবিউল ইসলাম ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাসরা গ্রামের লিটন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী নকশী কাঁথা কমিউটার ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরবর্তীতে রেলওয়ের পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত রবিউলের বাবা লিটন শেখ জানান, আজ ভোরে ছয়টার দিকে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল রবিউল। কিছু দিনের মধ্যেই প্রবাসে যাওয়ার কথা ছিল।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক প্রফুল্ল জানান, মঙ্গলবার (৪ জুন) সকালে ভাঙ্গা থেকে ঢাকাগামী নকশি কাঁথা রেলটি মালিগ্রাম অঞ্চল অতিক্রম করার সময় রবিউল রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আমরা মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারে কাছে হস্তান্তর করব।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ