ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

সুনামগঞ্জে ২১ দিন ধরে মাদরাসাছাত্র নিখোঁজ

প্রকাশনার সময়: ০২ জুন ২০২৪, ২৩:১০

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ দিন ধরে মেহেদী হাসান (১৩) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ রয়েছে।

নিখোঁজ মেহেদী হাসান টি.এম হিফজুল কুরআন একাডেমির হিফজ শাখার ছাত্র। জগন্নাথপুর পৌরসভার হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন মুন্নার ছেলে তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মে সকালে মাদরাসায় যাওয়ার পথে মেহেদী নিঁখোজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। তবে কোথাও খুঁজে পায় না। এ ব্যাপারে গত ৩০ মে ওই মাদ্রাসা ছাত্রের বাবা মনির হোসেন মুন্না থানায় সাধারণ ডায়েরি করেন।

মেহেদীর বাবা জানান, গত ১৩ মে সকাল মাদ্রাসায় যাওয়ার পথে মেহেদী নিঁখোজ হয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ ছেলেটির সন্ধানে আমরা কাজ করছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ