বরিশালের বাকেরগঞ্জের নলুয়া ফেরিঘাট থেকে ট্রলারে উঠার সময় পা পিছলে করিম খান নামের এক বৃদ্ধ নদীতে পড়ে যান। পরে নিখোঁজের ৩০ ঘণ্টার পর তার মরদেহ উদ্বার করা হয়েছে।
রোববার (২ জুন) দুপুর ১টার দিকে একই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নলুয়া ফেরিঘাট থেকে কলসকাঠী হাটে যেতে ট্রলারে উঠতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম খানের বাড়ি উপজেলার কবাই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মৃত রওন খানের ছেলে।
কবাই ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য বিপ্লব হাওলাদার জানান, আব্দুল করিম খান মাছুয়াখালি বাড়ি থেকে সকাল সাড়ে ৬টার দিকে কলসকাঠী হাটে সাপ্তাহিক বাজার করতে নলুয়া ফেরিঘাট থেকে মস্তফার ট্রলারে উঠতে গেলে পান্ডব নদীতে পড়ে যায়।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস, ডুবুরি ও থানা পুলিশ উদ্ধার কার্যক্রম চালালেও অনেক খোঁজার পরও তার সন্ধান মেলেনি করিম খানের। পরে একই স্থান থেকে আজ দুপুর একটার দিকে ভেসে উঠে। এরপর মরদেহ উদ্ধার করা হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ