পিরোজপুরর কাউখালীতে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড এলাকায় ত্রাণ না পাওয়ায় ক্ষুদ্ধ হয়ে ইউপি মহিলা সদস্য খাদিজা বেগমের পরিবারের ওপর দফায় দফায় হামলা চালানো হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত ইউপি সদস্যের ভাশুর আব্দুল রব (৫৫) মারা গেছেন।
রোববার (২ জুন) সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। প্রথমে আব্দুল রবকে কাউখালী উপজেলা হাসপাতালে নিয়ে এলে অবস্থা গুরুতর দেখে ডাক্তার বরিশালে পাঠান।
একই ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আহত আরও ৮ জন কাউখালী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- উপজেলা নিলতী গ্রামের মো. মকবুল হাওলাদারের ছেলে মজিবর হাওলাদার, একই পরিবারের সেলিম হাওলাদার, আলম হাওলাদার, একই গ্রামের সেলিম হাওলাদারের ছেলে আসিক হাওলাদার, মজিবর হাওলাদারের ছেলে লিমন হাওলাদার। অপরপক্ষের নিলতী গ্রামের আব্দুল হাই সরদার সোলায়মান সরদার, সুভাষ ঘোষের ছেলে সঞ্জিব ঘোষ এবং সঞ্জয় ঘোষ আহত হন।
মামলার এজাহার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার (১ জুন) সন্ধ্যার পর নিলতী গ্রামের সঞ্জয় ঘোষ ও তার লোকজন নিয়ে একই গ্রামের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার খাদিজা বেগমের বাড়িতে গিয়ে ত্রাণের কার্ড না পাওয়ার কারণ জানতে চায়। এ সময় মেম্বার খাদিজা বেগম জানান, আমি ১০ কার্ড পেয়েছি। যা অতি দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। এর আগে প্রতিপক্ষ সোলায়মান বন্যায় মরে যাওয়া কয়েক শত মুরগি খালের পানিতে ফেলে পানি দূষিত করায় আমি প্রতিবাদ করে ছিলাম। তাই তিনি ক্ষিপ্ত হয়ে কার্ড না পাওয়ার অজুহাতে আমার পরিবারের ওপর হামলা করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব বলেন, শনিবারের একটি ঘটনায় দুই পক্ষই অভিযোগ করেছে। এই ঘটনায় আব্দুল রব (৫৫) মারা যায়। তৎক্ষণিকভাবে সঞ্জিয় ঘোষ, দিলিপ পাটিকরকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ