নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুদের ১২০০ টাকা না দেয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মহাজন ও তার লোকজনের নির্যাতনে নিহত হন জামদানি তাতিঁ মোস্তফা। এ হত্যার প্রতিবাদে ও অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
আজ রোববার (২ জুন) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, তিন মাস আগে খিদিরপুর এলাকায় জামদানি তাতিঁ মোস্তফা পাশের মৈকুলী এলাকার সুদখোর মহাজন বাতেনের কাছ থেকে সপ্তাহে ৩০০ টাকা সুদে ২০০০ টাকা ঋণ নেন। দুই মাস পর ঋণের টাকা পরিশোধ করলেও একমাসের সুদের ১২০০ টাকা পরিশোধ করতে না পারায় ২৯ এপ্রিল বিকালে নিজ বাড়িতে থেকে মোস্তফাকে ডেকে মৈকুলী এলাকায় নিয়ে যায় সুদখোর বাতেন ও তার লোকজন।
এ সময় তারা মোস্তফাকে আটকে রেখে নির্যাতন করে তার পিঠের মেরুদণ্ড ভেঙে ফেলে ও মাথায় গুরুতর আঘাত করে। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মে রাতে মৃত্যু বরণ করেন মোস্তফা। এ ঘটনায় নিহতের ছোটভাই আলীনুর বাদী হয়ে ১০ জনকে আসামি করে রূপগঞ্জ একটি হত্যা থানায় মামলা করলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ