ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

বেনাপোল থেকে প্রথমবার ট্রেন গেল মোংলায় 

প্রকাশনার সময়: ০১ জুন ২০২৪, ২১:১৮

যশোরের বেনাপোল থেকে বাগেরহাটের মোংলা পর্যন্ত স্থাপিত রেলপথে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ট্রেন চলাচল।

৬৮৭ জন যাত্রী নিয়ে শনিবার (১ জুন) সকাল ১০টায় বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ‘মোংলা কমিউটার’ ট্রেনটি দুপুর ২টায় মোংলায় পৌঁছায় বলে জানিয়েছেন বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান।

প্রতিদিন সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে ট্রেনটি মোংলার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি মঙ্গলবার বন্ধ থাকবে বলেও জানান তিনি।

স্টেশনের মাস্টার সাইদুর বলেন, এই পথের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার। বেনাপোল থেকে যশোর হয়ে খুলনা পর্যন্ত ‘বেতনা এক্সপ্রেস’ নামে একটি লোকাল ট্রেন চলাচল করে।

এখন থেকে সেটি বেনাপোল থেকে ছেড়ে খুলনার ফুলতলা জংশন হয়ে মোংলার পথে যাত্রা করবে। তখন মোংলা পর্যন্ত ট্রেনটি ‘মোংলা কমিউটার’ নামে চলবে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ