ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ৬ 

প্রকাশনার সময়: ০১ জুন ২০২৪, ১৮:১৮

ফরিদপুরের কোতয়ালীতে একটি মাইক্রোবাস থেকে ৯৩২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলেন- মো. আলামিন প্রামানিক (৩০), পিতা- মো. বাবর আলী প্রামানিক ২। মো. কোরবান আলী (৩৭), পিতা-মো. আক্তার আলী ৩। মো. সোহাগ শেখ (২৮), পিতা- মো. আক্তার আলী। উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য আনুমানিক ২৭ লাখ ৯৬ হাজার টাকা।

এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও নগদ ২৫,৫০০ (পঁচিশ হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়। শুক্রবার (৩১ মে) রাত ১২টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে তাদের আটক করে।

অন্য দিকে রাজবাড়ী বালিয়াকান্দি থেকে ৮৪ বোতল ফেনসিডিল, দুইটি মোটর সাইকেলসহ তিন জনকে আটক করেছে র‌্যাব-১০। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা। শুক্রবার দুপুর ২টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগরের মো. হাবিবুর রহমানের ছেলে মিরাজুল ইসলাম (২৪), ঝিনাইদহের মহেশপুরের মতিয়ার রহমানের ছেলে আবু সাইদ আব্দুল্লাহ (৪৪), একই জেলার মৃত মনির হোসেনের ছেলে মো. খোকন মিয়া (৪২)।

তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ