ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

প্রকাশনার সময়: ০১ জুন ২০২৪, ১৬:২৫

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বারবাকিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, কাদিমাকাটা গ্রামের জহির আহমদের মেয়ে মুন্নি (৪) ও টইটং ইউনিয়নের মধুখালী এলাকার বেলাল উদ্দিনের মেয়ে মনিরা (৩)।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ওই দুই শিশু পাশের বাড়ির উঠানে খেলা করছিল। এর এক পর্যায়ে পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য স্বাস্থ্য বিভাগের লোকজন আসলে দুই শিশুকে খুঁজতে গেলে পুকুরে ভাসমান অবস্থায় তাদের পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, সকাল ৮টার দিকে দুটি শিশুকে পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন আত্মীয়-স্বজনরা। দুজনেই পানিতে ডুবে মারা গেছে বলে নিশ্চিত করেন তিনি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ