বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাদল, জিন্নত আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনাসভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ