ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

লালমনিরহাটে ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল

প্রকাশনার সময়: ৩১ মে ২০২৪, ১৪:১৭

লালমনিরহাটে এবারে ১ লাখ ৯৯ হাজার ৯৭৪ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। ২ হাজার ৮০৪ জন স্বাস্থ্যকর্মী ওইদিন শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াবে।

শনিবার (১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে জেলায় শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং এ লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এসব তথ্য তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার সৌমিক রায়, সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল মান্নান সহ জেলার ৪০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী।

প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, এবারে লালমনিরহাটে জেলায় এ প্লাস ক্যাম্পিং উপলক্ষ্যে স্থায়ী ৬টি কেন্দ্র ও অস্থায়ী এক হাজার ১২০টি কেন্দ্র খোলা হয়েছে। ১৩৮ জন সুপারভাইজার , ৪১৪ জন ওয়ার্ড সুপারভাইজার ও দুই হাজার ২৫২ জন সেচ্ছাসেবক কাজ করছে। ৬ মাস হতে ১১ মাস বয়সের ২২ হাজার ৩৬২ জন শিশু, ৬ মাস হতে ১১ মাসের ৬৭ জন প্রতিবন্ধী শিশু, ১২ মাস হতে ৫৯ মাসের এক লাখ ৭৭ হাজার ৩১৭ জন শিশু ও ১২ মাস হতে ৫৯ মাস বয়সের ২২৮ জন প্রতিবন্ধী শিশুকে 'এ' প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র নিধারণ করা হয়েছে। এ ক্যাম্পিং সফল করতে শহরে গ্রামে ব্যাপক প্রচার করা হয়েছে। তিস্তা ও ধরলা নদীর দূর্গম চরাঞ্চলেও ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মী ও সেচ্ছাসেবক মিলে প্রায় তিন হাজার জন কর্মী এই ক্যাম্পিং দিনব্যাপী চলবে। জেলার ৫দি উপজেলা লালমনিরহাট সদর উপজেলা, আদিতমারী উপজেলা, কালীগঞ্জ উপজেলা, হাতীবান্ধা উপজেলা, পাটগ্রাম উপজেলা ও দুইটি পৌরসভায় মিটামিন 'এ' প্লাস খাওয়ানো হবে ও ক্যাম্পিং চলবে। কোন শিশু বাদ গেলে তাকে পরদিন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে খাওয়ানো যাবে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ