শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

উচ্চ বেতনের প্রলোভন দেখালেও মালয়েশিয়ায় কাজ পাননি মারুফ

প্রকাশনার সময়: ৩১ মে ২০২৪, ১১:৪৪

ফরিদপুরের ভাঙ্গায় আজিমনগর ইউনিয়নের কররা গ্রামে মারুফের বাড়ি। ছোট বেলায় মা মারা যাওয়ায় এতিম হয়ে মানুষ হয়েছেন মামার বাড়িতে। বেকার থাকায় স্বপ্ন দেখেছিলেন হবেন রেমিটেন্স যোদ্ধা। মালয়েশিয়া গিয়ে দীর্ঘদিনের কোন কাজ না পেয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। মারুফ আকন বাদী হয়ে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মারুফ আকনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায় আজিমনগর ইউনিয়নের কররা গ্রামে। বড় হয়েছেন মামা বাড়ি কনিকান্দাতে। প্রতিবেশী রেশমা বেগমের ভাইয়েরা মালয়েশিয়ার ভিসা বিক্রি করে। সেই সূত্রে ভালো মানের কাজ ও উচ্চ বেতনের আশায় মালয়েশিয়া যাওয়ার কথা বলে । প্রতিবেশী সামাদ মুন্সী ও রেশমা বেগমের আশ্বাস দেন, ভালো কাজ উচ্চ বেতনে মালয়েশিয়ার ভিসা দিতে পারবে। পরবর্তীতে কয়েক ধাপে ৫ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়া পারি জমান মারুফ আকন। কিন্ত প্রতিশ্রুতি অনুযায়ী কোন কাজ তো দেননি বরং এমন স্থানে রেখেছেন যেখানে বৃষ্টি হলেই পরে পানি, নেই কোন জানালা ঠিকমতো খাবারও দেয় না। এমন পরিস্থিতিতে পরিবারের লোকজন দেশ থেকে টাকা পাঠিয়ে প্রায় ৪ মাস পর ফেরত আনেন মারুফ আকনকে।

এই বিষয়ে মারুফ আকন জানান, মালয়েশিয়ায় ভালো মানের কাজ ও বেতন দেওয়ার কথা বলে নিলেও কোন কাজ না দিয়ে দীর্ঘদিন একটি জানলা বিহীন ঘরে রাখে, বৃষ্টি হলেই পরে পানি, এমন ঘর কোন মানুষ তো দূরের কথা কুকুর, বিড়াল থাকবেনা । কয়েক মাস কেটে গেলেও কোন কাজ না দেওয়ায় দেশে চলে আসি। এমন প্রতারণার শিকার যেন কেউ না হন।

এই বিষয়ে মারুফের মামি সীমা বেগম জানান, মারুফ আকনের মা ছোট বেলায় মারা যায়। আমার সন্তান না থাকায় আমি মারুফকে লালন পালন করেছি। মারুফ পড়াশোনা না করায় বিদেশে পাঠানোর চিন্তা করি । এর মধ্যেই জানতে পারি প্রতিবেশী রেশমার ভাইয়েরা আদম ব্যবসা করে । ওদের সঙ্গে কথা বললে ভালো কাজ ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে আমার ভাগিনাকে মালয়েশিয়া পাঠাই কিন্ত। কোন কাজ তো দেন নাই এমনকি যেখানে রেখেছেন কোন মানুষ থাকতে পারবে না পরে ওকে আমারা বাংলাদেশে থেকে টিকিট কিনে ফেরত আনি।

এই বিষয়ে রেশমা বেগমের বাসায় গেলেও তাকে পাওয়া যায় নি। সামাদ বিশ্বাস এর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি অসুস্থ আছেন বলে কোন বক্তব্য দিতে অস্বীকার করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ