ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সুনামগঞ্জে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

প্রকাশনার সময়: ৩১ মে ২০২৪, ১০:৪৩ | আপডেট: ৩১ মে ২০২৪, ১০:৪৬

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১২ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বিশ্বাস ও এএসআই নুরুন্নবী মুরল সঙ্গীয় ফোর্সের সহায়তায় সদর থানাধীন জয়নগর পূর্বপাড়া গ্রামস্থ জয়নগর থেকে জানিগাঁও গামী পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১২ কেজি মাদক উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন জয়নগর নতুন পাড়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে চেরাগ আলী (৬৭)।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস (ক্রাইম অ্যান্ড অপস্) বিষয়টি নিশ্চিত করে জানান , এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ