ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশনার সময়: ৩০ মে ২০২৪, ১৫:১২ | আপডেট: ৩০ মে ২০২৪, ১৫:১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় আবু বক্বর ভূইয়া পায়েল (৫৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে সড়কের গোলাকান্দাইল নীলভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্বর ভূইয়া পায়েল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন গোয়ালদী এলাকার আবু ইউসুফের ছেলে।

ভুলতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার হালদার জানান, সকাল পৌনে ৯টার দিকে নিজ বাড়ি সোনারগাঁয়ের গোয়ালদী থেকে মোটরসাইকেলযোগে পূর্বাচল আমেরিকান সিটিতে আসার পথে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল নীল ভিটা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমরে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী আবু বক্কর ভূইয়া পায়েল গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে। চালক পলাতক রয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ