ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাড়াশে ১ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

প্রকাশনার সময়: ২৯ মে ২০২৪, ২০:৩৩

সিরাজগঞ্জের তাড়া‌শে অবৈধভাবে মাছ শিকারের কার‌ণে অভিযান চালিয়ে ৩১টি চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল‌্য ১ লাখ ২৪ হাজার টাকা।

বুধবার (২৯ মে) বিকেল থে‌কে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৮ নং ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান প‌রিচালনা করা হয়। গোপন সংবাদের ভি‌ত্তি‌তে উপজেলা মৎস্য কর্মকর্তা ও মৎস্য দপ্তরের কর্মচারীরা এই অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মশগুল আজাদ বলেন, চায়না দুয়ারী জাল মৎস‌্য সম্প‌দের জন‌্য হুম‌কি স্বরুপ। ছোট, বড় থেকে শুরু করে যে কোনো জলজ প্রাণি একবার এই জালে প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণি বিলুপ্ত হতে বসেছে। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার।

ছোট মাছ রক্ষার্থে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ