ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

প্রকাশনার সময়: ২৯ মে ২০২৪, ১৮:২২

বগুড়ার আদমদীঘিতে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৯ মে) সকালে উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সাজু বেগম (৫০) উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের মোজাফ্ফর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সান্তাহার থেকে ছোট বাচ্চাদের দোলনা বোঝাই করে সাজু বেগমকে নিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন মিঠুন ঋষি। এসময় উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলে গুরুতর আহত হন চালক ও যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী সাজু বেগম মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ