ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পর্শ হয়ে প্রাণ গেল মৎস্যচাষির 

প্রকাশনার সময়: ২৯ মে ২০২৪, ১৫:৪৯

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ স্পর্শে এনামুল হক (৩৮) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮‌ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

নিহত এনামুল হক বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের সাবেক ইউপি সদস্য সুলতানের ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়‌টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত এনামুল হক তার নিজ বাড়ি থেকে বৈদ্যুতিক তার টেনে বাড়ির পাশে পুকুরে সেচ দিতে যাচ্ছি‌লেন সে সময় বৈদ্যুতিক স্পর্শে ‌তি‌নি পানিতে পড়ে যায়। পরবর্তী‌তে তাকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে তাড়াশ উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হ‌লে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তাড়াশ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ