ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

স্কুলে যাওয়ার পথে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর 

প্রকাশনার সময়: ২৯ মে ২০২৪, ১২:৩২

ভোলার বাংলাবাজারে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অটোরিকশার চাপায় মো. মাহিম রানা (১২) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবাজার গার্লস স্কুল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাহিম রানা চরফ্যাশন মাদ্রাজ ইউনিয়নের আব্দুল মাজেদ মিয়ার ছেলে। সে সপরিবার নিয়ে বাংলাবাজার এলাকায় ভাড়া থাকেন। মাহিম বাংলাবাজার এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহিমের বাবা জানান, বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বাংলাবাজার এলাকার গার্লস স্কুল সংলগ্ন সড়কে অটোরিকশা চাপায় মাহিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ