ভারতের কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় জড়িত শিমুল ভূঁইয়ার 'সেকেন্ড ইন কমান্ড' সাইফুল আলম মেম্বারকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৮মে) সাড়ে ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মৎস হ্যাচারি থেকে তাকে গ্রেফতার করা হয়। মৎস্য শ্রমিক পরিচয়ে সাইফুল মেম্বার সেখানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের সময় পুলিশ তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও বিস্ফোরক, বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে। যশোর ডিবি পুলিশের দাবি সাইফুল মেম্বার ওই হ্যাচারিতে পাঁচ দিন ধরে অবস্থান করছিলেন।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, সাইফুল মেম্বার চরমপন্থী শিমুল ভুঁইয়ার 'সেকেন্ড ইন কমান্ড' হিসেবে পরিচিত। সে যশোরের উদয় শঙ্কর হত্যা, রাকিব হত্যা, সুব্রত হত্যা মামলায় দুটিতে চার্জশিটভুক্ত আসামিও এবং একটিতে পলাতক আসামি। সে এসব হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার অভিযান শুরু করলে সে আত্মগোপনে চলে যায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার আদর্শ মৎস নার্সারি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। সে যশোরের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এক প্রশ্নের জবাবে এসআই মফিজুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে সাইফুল্লাহ মেম্বার সাতক্ষীরা ও ভারত সীমান্ত এলাকায় ছিল। সে ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রক্ষা করতো। এমপি আনার হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখব। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ