ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

রাত পোহালেই টাঙ্গাইলের ৩ উপজেলায় নির্বাচন

প্রকাশনার সময়: ২৮ মে ২০২৪, ২০:৪৯

তৃতীয় ধাপে আগামীকাল বুধবার টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিন, ২৯৭ টি ভোটকেন্দ্র ও ২ হাজার ২৮০টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে শুরু হয়ে এক টানা বিকেল ৪ টা পর্যন্ত চলবে।

নির্বাচনে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান ১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১০ জন প্রতিদ্বদ্বিতা করবেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করবেন।

নির্বাচনে তিন উপজেলা মিলিয়ে মোট ৮ লাখ ৮৭ হাজার ৮১৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ