ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেতনের দাবিতে মেয়রের বাড়িতে পোশাক শ্রমিকদের অবস্থান

প্রকাশনার সময়: ২৮ মে ২০২৪, ২০:১২

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের বাড়িতে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার মিফকিফ এ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা এ আন্দোলনে নামেন। সেই কারখানায় ৮০০জন শ্রমিক কাজ করেন।

পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, আজ সকাল ৮টায় কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেয়। কয়েক ঘণ্টা পর কয়েকজন শ্রমিক বেতন পরিশোধের দাবি জানান। এসময় কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের কোনো সিদ্ধান্ত না জানালে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। দুপুর ১২টার দিকে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানা ছেড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খাঁ-পাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন। প্রায় দশ মিনিট পর মহাসড়ক ছেড়ে গাজীপুরের গাছা থানাধীন হারিকেন এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের বাস ভবনের সামনে গিয়ে অবস্থান নেন বিক্ষুদ্ধ শ্রমিকরা।

জানা গেছে, কারখানাটিতে গত এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে, গত কয়েকদিন ধরে তারিখ ঘোষণা করে বেতন পরিশোধের কথা জানায় মালিকপক্ষ। তবে এখনও বেতন পরিশোধ করেনি।

কয়েকজন শ্রমিক জানান, গত পাঁচ দিন যাবত বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। তাই আজ আমরা আন্দোলন করছি। গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বাড়িতে যাচ্ছি। তিনি নিশ্চিত মালিকের সাথে কথা বলে আমাদের বেতন পাইয়ে দিতে ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, মালিকের সাথে যোগাযোগ করেছি। তিনি দ্রুতই বেতনের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ