ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ২৮ মে ২০২৪, ১৬:২১

সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে মো. রোহান হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের খড়খড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মোনোয়ার হোসেন।

নিহত রোহান হোসেন উপজেলার বারুহাঁস ইউনিয়নের ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু রোহান খাবার খেয়ে বাড়ির উঠানে খেলতে যায়। একপর্যায়ে উঠান সংলগ্ন পুকুরে গিয়ে সকলের অজান্তে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা রোহানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে।

একপর্যা‌য়ে সকাল ৯টার দিকে পুকুরে রোহানের দেহ ভেসে উঠে। তখন পরিবারের লোকজন ওই পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ