ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভালুকায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশনার সময়: ২৭ মে ২০২৪, ২১:১৭

ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র জুনায়েদ সরকার এবং প্রবাসী রুপচাঁন সরকারের মেয়ে নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুনায়েদ, তাহমিনা ও তার ছোটবোন তামান্না আক্তার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ার মাঝে বাড়ির পাশে আম কুড়াতে যায়। পরে তারা বাড়ির পাশে সদ্য খনন করা একটি খাদে সাঁতার কাটতে নামে। এসময় তামান্না সেখান থেকে উঠতে পারলেও অন্য দুজন উঠতে পারছিলেন না। পরে বাড়িতে গিয়ে তামান্না পরিবারের সদস্যদের খবর দিলে তারা এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যান। পরে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ