ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব মানবতার কণ্ঠস্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা : পলক

প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় বক্তব্য দিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতিসংঘে বাংলায় বক্তব্য রেখেছেন। বিশ্ব মানবতার কণ্ঠস্বর হিসেবে তিনি মানবতার পক্ষে বক্তব্য দেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া উপজেলা চত্বরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান ও বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে করোনাকালীন সময়েও অনলাইন ক্লাস হয়েছে। ২০১৬ সালে ই নথি উপহার দিয়েছেন তিনি। ভার্চুয়াল কোর্ট অনলাইনে ব্যবস্থা করার কারণে দেড় লক্ষাধিক মামলা পরিচালনা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, কোরবানির পশুর হাটে ৪ লাখ পশু বিক্রি হয়েছে। আমরা প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করছি, এজন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা মোকাবিলা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ বিশ্বের মধ্য ৫ টি দেশের অন্যতম।

পলক বলেন, করোনাকালীন ১৮ মাসে সিংড়া উপজেলার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গ সংগঠন মানুষের পাশে ছিলো। ৩৩৩ তে ফোন করে মানুষ খাদ্য সামগ্রী পেয়েছে। অনলাইনে ৭০ হাজার মানুষ চিকিৎসা সেবা দিয়েছে। ২০১৭ সালের ১২ ডিসেম্বর ৯৯৯ নাম্বার উপহার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। নাগরিকরা ৯৯৯ এ সেবা পাচ্ছেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় দেশের উন্নয়ন হয়েছে। কিন্তু বিএনপি জোট সরকার দেশকে কিছু দিতে পারেনি।

পরে তিনি ৫ হাজার গাছের চারা, ৫ সেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ এবং ৯৩৬টি ব্যক্তি ও প্রতিষ্ঠানে সাবমার্সিবুল পাম্প প্রদান করেন।

সিংড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সঞ্জয় কুমারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমুখ।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ