ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ঘূর্ণিঝড় রিমালের জোয়ারে প্রাণ গেল ১

প্রকাশনার সময়: ২৬ মে ২০২৪, ১৫:৪৭

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের জোয়ারের পানিতে ডুবে শহীদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ধুলাসার ইউপির আশাখালী এলাকায় বেড়িবাঁধের বাইরে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত শহীদুল অনন্তপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে।

ধুলাসার ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম জানান, বন্যার মধ্যে উচ্চ জোয়ার শুরু হলে শহীদুল বেড়িবাঁধের বাহির পাশ থেকে ভিতরে সাঁতার দিয়ে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু পানির তোরে তাকে ভাসিয়ে নিয়ে গেছে। পরে দুর্ভাগা শহীদুলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার তালুকদার জানান, মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় সেখানে এখনো পুলিশ পৌঁছাতে পারেনি। তবে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছে বলে জানান তিনি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ