চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো মসজিদ পাড়ার গ্রামের তাবাসসুম (৬) ও রিতু (৫)। সম্পর্কে তারা চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, তাবাসসুম ও রিতু দুই বোন দুপুরে খেলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় ধরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এ সময় মসজিদ পাড়ার নিজামুদ্দিনের পুকুরের পাড়ে তাদের পায়ের জুতা দেখে পুকুরের পানিতে নেমে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খেলা করার একপর্যায়ে মাছ ধরতে পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে বলে ধরণা করছে স্থানীয়রা। মৃত দুইজনের মরদেহ বর্তমানে তাদের নিজ বাড়িতে রাখা হয়েছে।
জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় এই বিষয়ে অবগত আছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ