ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ১৫:৪২

পটুয়াখালীর কুয়াকাটায় সৈকতে ভেসে এসেছে একটি ৭ফুট লম্বা ইরাবতী ডলফিন।

শনিবার (২৫ মে) সকালে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ডলফিনটি দেখতে পায় আব্দুল কাইয়ুম নামের এক ট্যুর অপারেটর। এর আগে গত বৃহস্পতিবার (২ মে) সৈকতে আরও একটি মৃত ইরাবতী ডলফিনের বাচ্চা এসেছিল।

ট্যুর অপারেটর কাউয়ুম জানান, মৃত ডলফিনটির মাথায় ছেড়া জালের অংশ প্যাঁচিয়ে রয়েছে। এছাড়া শরীর থেকে অনেক অংশের চামড়া খসে গেছে।

জীববৈচিত্র্য নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই ডলফিনটির মুখে যেহেতু জাল প্যাঁচিয়ে রয়েছে, তার মানে ছেঁড়া জালে আটকে স্তন্যপায়ী প্রাণীটির মৃত্যু হয়েছে। আমরা এগুলো নিয়ে গবেষণা চালাচ্ছি প্রতিবছর কেন এমন পরিবেশ তৈরি হচ্ছে। এর আগে গত ২মে সৈকতে আরও একটি মৃত ইরাবতী ডলফিনের বাচ্চা ভেসে এসেছিল।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত ডলফিনটির মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি, যাতে সৈকতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ