ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১, ২ রজব ১৪৪৬

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ১৪:৪৬ | আপডেট: ২৫ মে ২০২৪, ১৮:১৮

নারায়ণগঞ্জ রূপগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৩ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ২০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪৫০ টাকা।

শনিবার (২৫ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া এ বাজেট ঘোষণা করেন।

ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুল্লাহ মিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান রমজান আলী, মোর্শেদ আলম, ইউপি সদস্য আলমগীর হোসেন, আওলাদ হোসেন, আব্দুল্যাহ আলম মামুন দোলন, খোরশেদ আলম, নারী ইউপি সদস্য জিন্নাত আরা জিসান, জাকিয়া সুলতানা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিরা।

নয়া শতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ