ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ১২:৫৯ | আপডেট: ২৫ মে ২০২৪, ১৩:০৫

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে মহাসড়কের সিডস্টোরের আমতলী বিডিআর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্বাস আলী দেওয়ান (৯০) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৮০)। তাদের বাড়ি টাঙ্গাইল জেলায়। তারা ভালুকা আমতলী এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টাঙ্গাইল থেকে ভালুকার আমতলী এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন আব্বাস আলী ও হাজেরা খাতুন। রাত সোয়া ১১টার দিকে রাস্তা পারাপারের সময় একটি বাস তাদেরকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ