ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

কালিহাতীতে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক-হেলপার নিহত

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৪, ০৯:৩২ | আপডেট: ২৫ মে ২০২৪, ০৯:৪০

টাঙ্গাইলের কালিহাতীতে লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পৌলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি

এ বিষয় এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ভোর ৫টার মহাসড়কের পৌলী ব্রিজের দক্ষিণ পাশে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান সামনের একটি লরির পেছনে ধাক্কা দেয়।

এতে কাভার্ডভানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

নয়াশতাব্দী/ জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ