ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

নান্দাইলে আইসক্রিম বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ২৪ মে ২০২৪, ২২:১০

ময়মনসিংহের নান্দাইলে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় আওলাদ হোসেন (৪০) নামের এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের সুনামখালি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আওলাদ পেশায় একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ মে) রাতে আওলাদ হোসেন স্ত্রী, সন্তান নিয়ে রাতের খাবার খান। তারপর সবাই ঘুমান। সকালে স্ত্রী তাসলিমা বেগমের ঘুম ভাঙলে দেখেন আড়ার সাথে স্বামী ফাঁসিতে ঝুলছে। এ দৃশ্য দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। তারপর থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়।

স্ত্রী তাসলিমা বেগম জানান, দুই বছর ধরে প্রতিবেশীর সাথে তার স্বামীর জমিজমা নিয়ে মামলা চলছে। এ নিয়ে তার স্বামী হতাশায় ভুগছিলেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাসেম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ