ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার, ৩৬০ কেজি মাছ জব্দ

প্রকাশনার সময়: ২৪ মে ২০২৪, ২০:১৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরায় অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। এসময় ৩৬০ কেজি মাছ জব্দ করা হয়।

শুক্রবার (২৪ মে) দুপুরে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটে উপজেলা মৎস্য দপ্তর ও কুমিরা নৌ-পুলিশ এ অভিযান চালায়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নাসির উদ্দিন ও মৎস্য অধিদপ্তরের গণনাকারী রাসেল দাস প্রমুখ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী বলেন, সামুদ্রিক মৎস্য আইন ২০২২ উপধারা (২) মোতাবেক সরকার সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়েকজন জেলে মাছ শিকার করছে জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ৩৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করে ১৭ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ