ফরিদপুরের ভাঙ্গায় টয়লেটের সেপটিক ট্যাংক থেকে চুরি হওয়া ৪০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে পুলিশ। যা বাংলাদেশী টাকায় প্রায় ৪৭ লাখ টাকা।
শুক্রবার (২৪ মে) ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতো। গত বুধবার (২২ মে) বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায় তামিম। কাজ করার এক ফাঁকে কৌশলে অস্ট্রেলিয়ায় থাকা ইঞ্জিনিয়ারের ছোট ভাইকে পাঠানোর জন্য বাসায় রাখা ৪০ হাজার (ইউএস) ডলার চুরি করে মেহেদী।
তিনি আরও বলেন, ৪০ হাজার ডলার নিয়ে গ্রামের বাড়ি ভাঙ্গায় পালিয়ে আসেন তামিম। পরে তৌহিদুজ্জামানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তামিমের বাড়ি রায়পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তার দেয়া তথ্য মতে, বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও এসআই জানান।
এ বিষয়ে ওসি মামুন আল রশিদ জানান, অভিযোগ পাই ভাঙ্গা থানার রায়পাড়া সদরদী এলাকার মেহেদী হাসান তামিম ঢাকা থেকে ইউএস ডলার চুরি করে পালিয়ে এসেছে। পরবর্তীতে অভিযান চালিয়ে তামিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে সেপটিক ট্যাংকের ভেতর থেকে পলিথিনের মোরানো ডলারের প্যাকেট দেখিয়ে দেয়। এর পরে পুলিশ ডলারসহ তামিমকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন। এ ঘটনায় চুরির একটা মামলা রুজু করে আসামি তামিমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ