কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে ১৩ নম্বর ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা শফিউল্লাহ বলেন, আগুন এখনো জ্বলছে। ইতোমধ্যে অর্ধশত ঘর পুড়ে গেছে। জানি না কখন নিয়ন্ত্রণে আসবে।
উখিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আগুনের পরিস্থিতি ভয়াবহ।
ওসি শামীম হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের পুলিশের টিমও কাজ করছে। আপাতত আর কিছু বলা যাচ্ছে না।
নয়াশতাব্দী/ জিএসমন্তব্য করুন
আমার এলাকার সংবাদ