নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিথিল (২৪) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) বিকেলে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত সিথিল রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি আহছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
রূপগঞ্জ থানার এসআই অলিউর রহমান জানান, বুধবার বেলা ১২টার দিকে কলেজছাত্র সিথিলসহ ৬ বন্ধু সরকারি মুড়াপাড়া কলেজে ঘুরতে আসে। দুপুরে তারা কলেজের পুকুরে গোসল করতে নামে। এসময় সবাই সাতঁরে পুকুরের মাঝখানে গিয়ে আবার ঘাটে ফিরে আসলেও সিথিল পানিতে ডুবে যায়।
অনেক খোঁজাখুঁজির পর আশপাশের লোকজন বিকেল ৪টার দিকে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ