ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১, ২ রজব ১৪৪৬

রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হলেন হাবিবুর

প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ১৮:০০

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬৪১ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।

হাবিবুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আবু হোসেন ভূইয়া রানু পেয়েছেন ২১ হাজার ২৫৪ ভোট।

এদিকে, প্রতিদ্বন্দ্বী না থাকায় পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে মিজানুর রহমান ও নারী ভাইস চেয়ারম্যান হিসেবে ফেরদৌসী আক্তার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে, নির্বাচনে জয়লাভ করায় কর্মী সমর্থক, শুভাকাঙ্খীরা রাতে হাবিবুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে ভোটার উপস্থিতি অনেকটা কম ছিল। রূপগঞ্জে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৬৩০ জন। মোট ভোট কেন্দ্র ১৪৪ টি।

এই জয়ে হাবিবুর রহমান নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে অসংখ্য ধন্যবাদ জানান। তিনি একটি মাদকমুক্ত রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবেন বলে অঙ্গীকার করেন। এ বিজয়কে তিনি রূপগঞ্জবাসীকে উৎসর্গ করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ