ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে কংক্রিটের পিলার ও ইটের দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এখানেই শেষ নয় প্রতিপক্ষের লোকজন কংক্রিটের পিলারের রড ও ইট খুলে নিয়েও গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রবাসী ও তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২১ মে) রাত সাড় ১১টার দিকে গফরগাঁওয়ের পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসী মো. নূর হোসেন। এর আগে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
জমির মালিক প্রবাসী নূর হোসেন (৪০) বলেন, ১১ বছর পূর্বে চৌকা মৌজায় ৪ শতাংশ জমি সাফকাওলা দলিলমূলে ক্রয় করে ও খারিজ করে জমিতে দোকান করতে একটি ভবন নির্মাণ কাজ শুরু করি। নির্মাণ কাজে হাত দিতেই প্রতিপক্ষ বাবুল মিয়া, হিরণ মিয়া ও রিপনসহ তার দলের লোকেরা নানাভাবে আমাকে হুমকি ও হয়রানি করে আসছিল।
প্রবাসী নূর আরও বলেন, প্রবাসের মাটিতে আমার ঘাম ঝরানো টাকা দিয়ে ক্রয় করা এই সম্পতি ছেড়ে না দিলে প্রয়োজনে আমাকে খুন করে হলেও এই জমি তারা দখল করবে। এ পরিস্থিতিতে মঙ্গলবার (২১ মে) হঠাৎ করেই ঝাওয়াইল গ্রামের প্রতিপক্ষ বাবুল মিয়া, হিরণ মিয়া ও গাভীশিমুল গ্রামের রিপন মিয়া, মনির তার দলের লোকজন ও তাদের পরিবারের নারীদের নিয়ে আমার নির্মাণাধীন দোকান ঘরের ১০টি পিলার ও ইটের দেয়া ভেঙে গুঁড়িয়ে দেয়। এতে আমার অন্তত ৪ লাখ টাকার অধিক ক্ষতি হয়।
তিনি জানান, কাগজপত্র দেখে বিচার শালিসের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও থানা পুলিশ প্রতিপক্ষ বিবাদীদের এই জমিতে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি না করতে কঠোরভাবে নির্দেশ দিলেও তারা আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে জমি দখলের অপকর্মে লিপ্ত রয়েছে।
এ ঘটনায় প্রতিপক্ষ বাবুল মিয়া, হিরণ মিয়া ও মনিরের সাথে যোগাযোগের জন্য ফোনে কল করা হয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার বলেন, পিলার ও ইটের দেয়াল ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার রাতেই প্রবাসী নূর হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠানো হবে। ঘটনার সত্যতা পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ