ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

বৈদ্যুতিক সর্ট সার্কিটে পুড়লো ৪টি দোকান

প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ১৬:২১

নীলফামারীতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে গেছে।

বুধবার (২২ মে) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে ১২টার দিকে হঠাৎ সমবায় ব্যাংক মার্কেটের হোমিও হল দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে পুড়ে যায় হোমিও হল, বৈশাখী সুইট, ঢাকা গ্যারেজ ও আকবরিয়া হোটেলের কিছু অংশ। ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন।

বৈশাখী সুইটের মালিক সুশান্ত জোয়ার্দার বলেন, আমি দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎ করে পাশের দোকানে আগুন লেগেছে বলে সবাই দৌড়ে আসে। সেই আগুন কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে সব দোকানে। আগুনে পুড়ে গেছে আমার সব কিছুই। আমার ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০-৩৫ লাখ টাকা।

তবে স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিসের গাড়ি দেড়িতে আসায় পুড়ে গেছে দোকানের সব কিছু।

এমন অভিযোগ অস্বীকার করে নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন বলেন, পানি সংকট থাকার কারণে একটু সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের রিজার্ভ পানি যা ছিলো সব শেষ হয়ে গেছে। এরপর আমরা নার্সিং ইনস্টিটিউটের ভিতর থেকে পানি নিয়ে আসি। সেই পানি দিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ