ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক্টর লরি চাপায় আল মামুন রাব্বি (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মে) সকালে গফরগাঁও-রসুলপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আল মামুন রাব্বি রৌহা নামাপাড়া গ্রামের প্রবাসী কাশেম মিয়ার ছেলে। সে গফরগাঁও সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন রাব্বি বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গফরগাঁও আসছিলেন। পথে গফরগাঁও-রসুলপুর সড়কের ময়নার মোড় এলাকায় পেছন থেকে দ্রুত গতির একটি টাক্টর লরি তাদের ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা রাব্বিকে মুমূর্ষ অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগের চিকিৎসক তাওহীদ ইবনে আলাউদ্দিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রাব্বির মৃত্যু হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, নিহতের পরিবারের লোকজন থানায় রয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ