ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার 

প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ১৫:০১

নাটোরে জাল টাকাসহ মো. রিপন হোসেন (৩৩) ও তার স্ত্রী লাবনী আক্তার রিমুকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২২ মে) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প সিপিসি-২ এর কমান্ডার হাসান মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মো. রিপন রাজশাহী জেলার বাগমারা রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এবং লাবনী আক্তার রিমু একই এলাকার মো. রিপন আলীর স্ত্রী।

রাজশাহী র‌্যাব ৫ এর নাটোর র‌্যাব ক্যাম্প সিপিসি-২এর কমান্ডার হাসান মাহমুদ জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজারে একটি অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় রিপন হোসেন ও তার স্ত্রী লাবনী আক্তার রিমু'র কাছ থেকে এক হাজার টাকার ১২টি নোট এবং পাঁচশ টাকার ২৪ টি জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানান, রিপন এবং তার স্ত্রী রিমু সঙ্ঘবদ্ধ জালিয়াত চক্রের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর হস্তান্তর করা হয়।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নয়াশতাব্দী/জিএস/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ