ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

চাচাকে হারিয়ে চেয়ারম্যান হলেন ভাতিজা 

প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ১৪:৩৫

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চাচা মাহবুবুজ্জামান আহমেদকে পরাজিত করেছেন ভাতিজা রাকিবুজ্জামান আহমেদ। রাকিবুজ্জামান আহমেদ (আনারস) প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩০৩ ভোট ও তার চাচা মাহবুবুজ্জামান আহমেদ ১৯ হাজার ৩৫০ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাতে কালিগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার জহির ইমান ফলাফল ঘোষণা করেন।

এ দিকে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক (মোটরসাইকেল) প্রতীকে নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৩ হাজার ১৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম পেয়েছেন ২৯ হাজার ১৮ ভোট। জেলার এ দুটি উপজেলার মধ্যে আদিতমারীতে অনেকটা শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হলেও প্রচারণার শুরু থেকে কালীগঞ্জে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও তার ভাই মাহবুবুজ্জামানের মধ্যে তুমুল আলোচনা ছিল।

এর মধ্যে চাচা মাহবুবুজ্জামান আহমেদ ভাতিজার কর্মীকে থাপ্পড় মেরে আলোচনায় এসেছিলেন। তবে চাচা-ভাতিজার এ লড়াইয়ে অন্য প্রার্থী তরিকুল ইসলাম তুষার ৩৩৭ ভোট পেয়েছেন। যিনি শুরু থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন।

বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। মাঝে মধ্যে দু-তিনজন করে ভোটার কেন্দ্রে আসছেন। কেন্দ্রের বাইরে ভিড় থাকলেও ভিতরে ভোটার সংখ্যা কম ছিল। তবে দীর্ঘ কোনো লাইন কেন্দ্রেই চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু কেন্দ্রে ভোটার সংখ্যা বেড়েছে। দুই উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন পুরুষ, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজনসহ মোট ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ দুই উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৫২৮ জন।

নয়াশতাব্দী/জিএস/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ