ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

টঙ্গীবাড়িতে আরিফ হালদার ও লৌহজংয়ে বিএম শোয়েব নির্বাচিত

প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ১২:৫৯

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির চেয়ারম্যান পদে মো. আরিফুল ইসলাম হালদার ও লৌহজং উপজেলায় বিএম শোয়েব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।

লৌহজং উপজেলায় পরিষদের নির্বাচনে একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেছেন তিনজন চেয়ারম্যান প্রার্থী। তাদের মধ্যে দোয়াত কলম প্রতীকের প্রার্থী বিএম শোয়েব ৫৬ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীক প্রার্থী আব্দুর রশিদ শিকদার ৩৫ হাজার ৬৫৩ ভোট পেয়েছেন। এতে তিনি ২০ হাজার ৮১৪ ভোটে কম পেয়ে বিএম শোয়েবের কাছে পরাজিত হন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন কলস প্রতীক প্রার্থী তানিমা আফরোজ ও পুরুষ ভাইস চেয়ারম্যান টিউবওয়েল প্রতীক প্রার্থী মো. জামাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হন। অপরদিকে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেছেন ছয়জন চেয়ারম্যান প্রার্থী।

এ মধ্যে বেসরকারিভাবে নির্বাচিত হন হেলিকপ্টর প্রতীকের মো. আরিফুল ইসলাম হালদার। তার মোট ভোট ৩৯ হাজার ৯শত ৬৫। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন কাপ-পিরিচ প্রতীক প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ। তার মোট ভোট ৩০ হাজার ৪শত ৮৮। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান কলস প্রতীক প্রার্থী এমিলি পারভীন ও পুরুষ ভাইস চেয়ারম্যান তালা প্রতীকের নাহিদ খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ