সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আনিসুল হক তোফায়েল নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তিনি তার প্রবাসী বড় ভাই জুয়েল আহমেদের ভোট দিতে গিয়েছিলেন বলে জানা গেছে।
আটক আনিসুল হক তোফায়েল উপজেলার বাদাঘাট ইউনিয়নের জামবাগ গ্রামের মোস্তাফা মিয়ার ছেলে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র জানান, আনিসুল হক তোফায়েল নামের এক যুবক তার প্রবাসী ভাইয়ের জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে, যুবককে সর্বোচ্চ অর্থদণ্ড ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই অর্থদণ্ড আদায় করে মুক্তি দেওয়া হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ