ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
আটক ইউপি চেয়ারম্যান সিকান্দার হোসেন মোল্লা। তিনি শৈলকুপার ত্রিবেণী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
শৈলকুপার ১ নম্বর ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইসমাইল হোসেন জানান, ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাব বিস্তার করার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।
ইউপি চেয়ারম্যান সিকান্দার হোসেন মোল্লা দোয়াত কলম মার্কার প্রতীক শামীম হোসেন মোল্লার পক্ষে প্রভাব বিস্তার করছিলে বলে ভোটার স্থানীয়দের অভিযোগ।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ