ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

রাজশাহীতে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৯

প্রকাশনার সময়: ২১ মে ২০২৪, ১৫:৩৫ | আপডেট: ২১ মে ২০২৪, ১৫:৪১

রাজশাহীর দূর্গাপুর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট চলাকালীন দুটি কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকালে সকালে উপজেলার গোপালপুর প্রাথমিক বিদ্যালয় এবং পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসব ঘটনা ঘটে বলে দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান।

আহতরা হলেন, গোপালপুর গ্রামের আজের, আজাদ, শহিদুল, শুকচান, মিঠু, আব্দুর রাজ্জাক ও সান্টু এবং পানানগর গ্রামের আজিজুল ইসলামের ছেলে শিহাব। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও দূর্গাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এদিকে নান্দিগ্রাম দারুস সালাম আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি ও হুমকি-ধামকি দেয়ার অভিযোগে নবীর উদ্দিনকে (৪২) একজনকে আটক করা হয়েছে।

ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবং সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, “মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরিফুজ্জামান শরীফের সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা করে, এতে বাধা দিতে গেলে আমার সমর্থকদের উপর হামলা চালায় তারা। এতে আমার ছয়জন সমর্থক আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পাল্টা অভিযোগ করে মোটরসাইকেলের প্রার্থী শরিফুজ্জামান শরীফ বলেন, “ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ঘোড়ার সমর্থকরা আমার সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেয়। এতে মারামারির ঘটনা ঘটে। এ সময় তারা আমার তিন সমর্থকদের পিটিয়ে জখম করে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। “

ওসি খাইরুল ইসলাম বলেন, দুটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ভোটের সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন, সকাল থেকেই সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। দু-একটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, “নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, র‍্যাব, পুলিশ ও বিজিবিসহ যথেষ্ট পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনি মাঠে কাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা এই উপজেলা নির্বাহী কর্মকর্তার।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ