ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

জাল ভোট দিতে এসে আটক যুবক

প্রকাশনার সময়: ২১ মে ২০২৪, ১৫:০৮

কুড়িগ্রামের উলিপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় আবুল কালাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) সকালে থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক আবুল কালাম থেতরাই ইউনিয়নের কুমারপাড়া গ্রামের জহির উদ্দিন ছেলে।

প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, আবুল কালাম একবার এসে ভোট দিয়ে যান। পরে আবারও ভোট দিতে আসলে পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

এ ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক আবুল কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী জাল ভোট দিয়ে অপরাধ করায় ও সাক্ষীগণের উপস্থিতিতে দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৯ ধারা মোতাবেক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, আমাদের প্রায় ১ হাজার ২শ পুলিশ সদস্য তিন উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করছেন। অবাধ, নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ